ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বাংলাদেশ- জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের সময় সূচিতে পরিবর্তন

বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ আগামী ২৩ জুলাইয়ের পরিবর্তে ২২ জুলাই শুরু হবে। নতুন সূচিতে পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ জুলাই। আগের সূচিতে তিন ম্যাচ ছিল ২৩, ২৫ ও ২৭ জুলাই ।


সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে আনার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্রডকাস্ট কোম্পানির সমস্যাকে।ব্রডকাস্টিং কোম্পানি লজিস্টিক বিষয়াদি নিয়ে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তাদের সুবিধার্থে দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজ এগিয়ে আনতে সম্মত হয়েছে।


টি-টোয়েন্টি সিরিজের দিনক্ষণ এগিয়ে আসলেও ভেন্যু পরিবর্তন হয়নি। হারারে স্পোর্টস ক্লাবেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল দুই দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়লাভ করেছে।


আগামীকাল জয় পেলে ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট ম্যাচেও বাংলাদেশ জিতেছিল।

ads

Our Facebook Page